চট্টগ্রাম জেলার বেতাগীতে পাগলা মহিষের তান্ডবে একজন আহত





চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে ২৮/০৬/২০১৭ ইংরেজী তারিখ রোজ বুধবার ভোরবেলা বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়ন হতে একটি পাগলা মহিষ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগীতে কর্ণফুলী নদী হয়ে আগমন করে। পরবর্তীতে বেতাগী পশ্চিম বিলস্থ জায়গা অবস্থানকালে মোহাম্মদ সাগর নামে এক যুবক কে দ্রুত বেগে এসে গুরুতর আঘাত করে। সারাদিন নানা ভাবে চেষ্টা চালিয়ে রাত ৮ ঘটিকার সময় স্থানীয় জনতা ও পার্শ্ববর্তী ইউনিয়নের সাহসী কিছু লোকের সহায়তায় মহিষটি কে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  

0 comments:

Copyright © 2013 খবর